আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জুন ২০২২, বুধবার |

kidarkar

হাঙ্গেরির কাছে ৪-০ গোলে হারলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:সামনে বিশ্বকাপ। এমন সময়ে এ কী চেহারা ইংল্যান্ডের! উয়েফা নেশনস লিগে এবারের আসরে ইংলিশদের দুর্দশা যেন কাটছেই না। ১০ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো তারা হেরে গেছে হাঙ্গেরির কাছে।

হেরে গেছে বললে অবশ্য ভুল হবে। হাঙ্গেরি যে রীতিমত বিধ্বস্ত করেছে গ্যারেথ সাউথগেটের দলকে। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের ঘরের মাঠ মলিনিউ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইংল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হাঙ্গেরি।

এতে করে নেশনস লিগে চার ম্যাচ খেলে জয়শূন্যই রইলো ইংল্যান্ড। ২০১৪ সালের পর এই প্রথম টানা চার ম্যাচে জয়ের মুখ দেখলো না ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ীরা।

গত ৪ জুন হাঙ্গেরির কাছে ১-০ গোলে হারে ইংল্যান্ড। যেটাকে ধরা হচ্ছিল আপসেট হিসেবে। এর আগে গত ৬০ বছরে এই প্রতিপক্ষের বিপক্ষে জিততে পারেনি হাঙ্গেরি।

সেই হাঙ্গেরিই ইংল্যান্ডকে নিয়ে এবার ছেলেখেলা খেললো। ম্যাচের ষোড়শ মিনিটে দলকে এগিয়ে নেন রোলান্দ সালাই। ৭০ মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুণ করেন।

শেষ ১০ মিনিটে স্বাগতিকদের জালে আরও দুবার বল পাঠায় হাঙ্গেরি। ৮০ মিনিটে সল্ট নাগি এবং ৮৯ মিনিটে গোল করেন ড্যানিয়েল গাজডেক। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হাঙ্গেরি।

এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে হাঙ্গেরি। একই দিন আরেক ম্যাচে ইতালিকে ৫-২ গোলে হারানো জার্মানি ৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

শেয়ারবাজার নিউজ/খা.হা.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.