আজ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ অগাস্ট ২০১৮, রবিবার |

kidarkar

ঢাকা-বরিশাল রুটে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু

শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে বেসরকারি লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু হচ্ছে আজ। এ সার্ভিস চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, এবারের ঈদে ঢাকা-বরিশাল নৌরুটে ৩০টি বেসরকারি লঞ্চ যাত্রীসেবায় স্পেশাল সার্ভিসে থাকছে। এর মধ্যে ২২টি ঢাকা-বরিশাল নৌরুটের এবং অপর ৮টি ভায়া রুটে চলাচল করবে।

ঈদে স্পেশাল লঞ্চগুলো হলো- সুরভী-৭, ৮ ও ৯, সুন্দরবন-৮, ১০ ও ১১, পারাবত-৮, ৯, ১০, ১১ ও ১২, এমভি কামাল-১, কীর্তনখোলা-১০ ও ২, এমভি দীপরাজ, টিপু-৭, ফারহান-৮, কালাম খান-১, অ্যাডভেঞ্চার-১ ও ৯, গ্রিনলাইন ওয়াটার ওয়েজ-২ ও ৩।

এগুলো ঢাকা-বরিশাল রুটে সরাসরি স্পেশাল সার্ভিস দিলেও আরও ৮টি লঞ্চ ভায়া রুটে স্পেশাল সার্ভিস দেবে।

পাশাপাশি ঈদের আগে ও পরের ৭ দিন অর্থাৎ ১৪ দিন নদীতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.