আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ মে ২০১৫, বুধবার |

kidarkar

স্যালভো কেমিক্যালের ইপিএস বেড়েছে

salvoChemicalশেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী ইপিএস বেড়েছে কোম্পানিটির। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে স্যালভো কেমিক্যালের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৫ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৯৯ টাকা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৬৭ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস বেড়েছে ০.১৪ টাকা। আর বছর শেষে কোম্পানিটির রিজার্ভ দাঁড়িয়েছে ৮ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা।

এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে এ কোম্পানির ইপিএস (diluted) দাঁড়িয়েছে ১.০২ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৯০ টাকা।

শেয়ারবাজার/অ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.