আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ সেপ্টেম্বর ২০১৮, শনিবার |

kidarkar

ইরানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৮

শেয়ারবাজার ডেস্ক: ইরানে এক সামরিক কুচকাওয়াজে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। শনিবার (২২ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে এই ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল একথা জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, কুচকাওয়াজ চলাকালীন বন্দুকধারীদের গুলিতে ৮ জন রেভ্যুলিউশনারি গার্ড নিহত হয়েছে। চালিয়েছে। এছাড়া নারী ও শিশুসহ আরো কয়েকজন আহত হয়েছে।’

এদিকে আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, খাকি পোশাক পড়ে মোটরসাইকেলে করে দুই বন্দুকধারী এই হামলা চালিয়েছে। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত স্থায়ী ইরান-ইরাক যুদ্ধের শুরু স্মরণে কুচকাওয়াজটির আয়োজন করা হয়।

খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি হোসেইন হোসেইনজাদেহ জানিয়েছেন, ‘পাল্টা গুলিতে দুই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। এছাড়া অপর দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রসঙ্গত, আহভাজ হচ্ছে ইরানের তেল-সমৃদ্ধ খুজেস্তান প্রদেশের রাজধানী। প্রদেশটিতে পূর্বে আরব বিচ্ছিন্নতাবাদীরা তেল পাইপলাইনে হামলা চালিয়েছে।

শেয়ারবাজারনিউজ/মু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.