আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ অক্টোবর ২০১৮, মঙ্গলবার |

kidarkar

খালেদা জিয়ার রায় নিয়ে যা বললেন ফখরুল

শেয়ারবাজার ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায় আমাদেরকে স্তম্ভিত করেছে।

জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডাদেশ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। এই প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, সরকার কোনোমতেই একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না। তারা দমন পীড়ণ চালাতে চায়। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়।

তিনি বলেন, এ মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা।

এর আগে, মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে হাইকোর্টের একটি বেঞ্চ ওই মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডাদেশ বাড়িয়ে ১০ বছর করেছেন। গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

উল্লেখ্য, গেলো ৮ ফেব্রুয়ারি থেকে পুরানো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে তিনি বন্দি আছেন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.