আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ জানুয়ারী ২০১৯, সোমবার |

kidarkar

৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ

শেয়ারবাজার ডেন্ক: বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২ লাখ ১২ হাজার পুলিশ রয়েছে। আগামী ৫ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২০ জানুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের নিরাপত্তার জন্য আমরা ১০ বছরে অনেক পুলিশ নিয়োগ দিয়েছে। আগামী পাঁচ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দিতে হবে। যাতে করে জনগণ সঠিক সেবা পেতে পারেন।

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো: সোহেল রানা দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে বলেছেন, জনসংখ্যা বৃ‌দ্ধির সঙ্গে সঙ্গে প‌রিব‌র্তিত জনশৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তিতে উপযুক্ত পু‌লি‌শি সেবা অটুট রে‌খে উৎকর্ষতা অর্জ‌নের জন্য প্র‌য়োজনীয় জনবল নি‌য়ো‌গের উদ্যোগ গ্রহণ করা হ‌বে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.