কেয়া কসমেটিকসের ডিভিডেন্ড বিতরণ রোববার

শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড আগামী ২৪ মে রোববার থেকে ডিভিডেন্ড বিতরণ শুরু করবে। কোম্পানিটির শেয়ার বিভাগ শেয়ারবাজারনিউজ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য কেয়া কসমেটিকস ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দেয়। ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ১৬ মে এজিএমের তারিখ নির্ধারণ করা হয়। ওইদিন কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গনে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডাররা ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পরিবর্তন করার দাবি জানান। তাদের এ দাবির মুখে কোম্পানির ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার পরিবর্তে ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নেয়। এখন এ কোম্পানির পক্ষ থেকে বিনিয়োগকারীরা ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার পরিবর্তে ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড পাবেন।
উল্লেখ্য, গত অর্থবছরে নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করতে না পারায় ডিভিডেন্ড দেয়ার পরও কোম্পানিটি জেড ক্যাটাগরিতে চলে যায়। আর নিয়মঅনুযায়ী আদালতের অনুমোদন নিয়ে এ বছরের ১৬ মে এজিএম সম্পন্ন করে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর কেয়া কসমেটিকসের ক্যাটাগরি পরিবর্তন হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
শেয়ারবাজারনিউজ/অ/তু