কারাগার থেকে হাসপাতালে মেয়র মান্নান

শেয়ারবাজার রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে অসুস্থতাজনিত কারণে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল তাকে অ্যাম্বুলেন্সযোগে কাশিমপুর কারাগারের পার্ট-১ থেকে ঢাকায় পাঠানো হয়।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়র মান্নান বিভিন্ন রোগে ভুগছেন। তার কিডনীতে সমস্যা রয়েছে। এছাড়া ডায়াবেটিক, রক্তচাপ কমে যাওয়াসহ বিভিন্ন জটিলতাও আছে। দুপুরের পর থেকে অধিক অসুস্থবোধ করায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি ঢাকার বাসা থেকে মেয়র অধ্যাপক এম মান্নানকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এ মতাবস্থায় গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
শেয়ারবাজারনিউজ/অ