আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ মে ২০১৫, শুক্রবার |

kidarkar

লেকে আগুন জ্বলছে

bellandur-lake-on-fireশেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরু শহরের বেলান্দুর লেকে আগুন জ্বলতে শুরু করেছে।  কিন্তু এই জলাশয়ে রীতিমতো আগ্নেয়গিরির অভ্যন্তরভাগের মতো আগুন জ্বলছে যা দেখতে অত্যন্ত ভীতিপ্রদ।

স্থানীয় মানুষেরা এ জলাশয়কে ঘিরে শঙ্কিত। কোনো দৈব অভিশাপের কথা ভেবে নয়। বরং জটিলতর অসুখবিসুখের কথা ভেবে। জলাশয় ভরে উঠেছে সাদা ফেনায়। কলকারখানার বর্জ্য থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপাদিত শ্বেত ফসফরাসযুক্ত এ ফেনা রীতিমতো বিষাক্ত। এর নিচে পরিবাহিত হচ্ছে রাসায়নিক মিশ্রিত কালো জল। প্রতিনিয়ত এ জলাশয় উদ্গত বাষ্প ছড়িয়ে যাচ্ছে লোকালয়ে। গত কয়েকদিন যাবত রাতে জ্বলতে দেখা যাচ্ছে আগুন। গ্যাস আর রাসায়নিক মিলে মিশে দহনযোগ্য উত্তম পরিবেশ সৃষ্ট হয়েছে জলাশয়ের জলে, যা বহুমাত্রিক ঝুঁকির কারণ হতে পারে।

নাগরিকদের সম্মিলিত দৃষ্টি আকর্ষণ প্রচেষ্টায় প্রশাসনের টনক নড়েছে, এ জলাশয়কে দুষণমুক্ত করার উদ্যোগ অচিরেই নেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে যে সমস্ত কলকারখানার বর্জ্য এই জলাশয়ে এসে মিশছে, এখানে না এলে কোন পথে তাদের পরিবাহিত করা হবে পরবর্তীতে সেটিও দেখার বিষয়। নয়ত নতুন করে আবারও জন্ম হতে পারে একই রকম বেলান্দুর লেক। এটা প্রাণঘাতী হয়ে উঠতে পারে যে কোনো সময়ে।

 

শেয়ারবাজারনিউজ/অ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.