অনুমোদিত মূলধন বাড়াবে ফ্যামিলি টেক্স

শেয়ারবাজার ডেস্ক: অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ করবে কোম্পানিটি। শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বর্তমানে ফ্যামিলি টেক্সের অনুমোদিত মূলধনের পরিমাণ ২৮০ কোটি টাকা। তা থেকে আরও ৩০ কোটি টাকা বাড়িয়ে ৩১০ কোটি টাকায় উন্নীত করবে কোম্পানিটি।
জানা যায়, অনুমোদিত মূলধন বাড়ানোসহ কোম্পানির ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সংশোধনে শেয়ার হোল্ডারদের সম্মতির জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৭ আগস্ট শুক্রবার, সকাল ১০টায় চট্টগ্রাম বন্দর পাবলিক ক্লাব, শহীদ জি.এ কাজী সড়ক, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুলাই।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২৮ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪.১৪ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.০০২১ টাকা।
শেয়ারবাজারনিউজ/অ