১ম ঘন্টায় ২ কোম্পানি হল্টেড

শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই দিন যান্ত্রিক জটিলতার কারনে নির্দিষ্ট সময়ে ট্রেড শুরু পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই ক্রমভঙ্গ করে আজ নির্দিষ্ট সময়ে ট্রেড শুরু হওয়ার পর প্রথম ঘন্টার লেনদেনে দুটি কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে। কোম্পানিগুলো হলো রহিমা ফুড এবং কেয়া কসমেটিক্স। কোম্পানিদুটির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতার সংকটে শেয়ারগুলো হল্টেড হয়েছে।
রহিমা ফুড: আজ রহিমা ফুডের শেয়ারদর প্রথম এক ঘন্টায় ২.২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই সময়ে কোম্পানিটির ১৭ হাজার ৯৭০টি শেয়ার মোট ২১ বার হাত বদল হয়। যার বাজারদর ৬ লাখ ৩৪ হাজার টাকা। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেনকৃত শেয়ারদর ৩৫.৩০ টাকা।
কেয়া কসমেটিক্স: আজ কেয়ার কসমেটিক্সের শেয়ারদর প্রথম এক ঘন্টায় ৯.৭৪ শতাংশ বা ১.৯০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই সময়ে কোম্পানিটির ৫৪ লাখ ৪১ হাজার ৩৯৯টি শেয়ার মোট ১ হাজার ৬৯২ বার হাত বদল হয়। যার বাজারদর ১১ কোটি ৬২ লাখ ৮৫ হাজার টাকা। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেনকৃত শেয়ারদর ২১.৪০ টাকা।
শেয়ারবাজারনিউজ/রু