বিকেলে আর্থিক খাতের নিয়ন্ত্রকদের সমন্বয় সভা

শেয়ারবাজার রিপোর্ট: আর্থিক খাতের সব নিয়ন্ত্রক সংস্থার সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যাবস্থাপক আ.ফ.ম আসাদুজ্জামান শেয়ারবাজারনিউজ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেসি) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) প্রতিনিধিরা অংশ নেবেন।
জানা যায়, সভায় বাজেটকে সামনে রেখে আর্থিক খাতের বিভিন্ন ইস্যুতে নিয়ন্ত্রন সংস্থাগুলোর মধ্যে আলোচনা হবে। পাশাপাশি পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা নিয়েও আলোচনা হবে।
শেয়ারবাজারনিউজ/তু/অ