আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার |

kidarkar

ডিএসইর মাধ্যমে অক্টোবরে সাড়ে ২১ কোটি টাকার রাজস্ব আদায়

শেয়ারবাজার রিপোর্ট : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আগের মাসের তুলনায় অক্টোবরছ সরকারের রাজস্ব আদায় কমেছে। গত মাসে লেনদেন কিছুটা কম হওয়ার কারনে সরকারের রাজস্ব আদায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি বছরের অক্টোবরে মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ২১ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ৭৮০ টাকা। যার পরিমাণ সেপ্টেম্বর মাসে ছিল ২৭ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৪২১ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে ৫ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৬৪১ টাকা।

চলতি বছরের অক্টোবরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৭ কোটি ৩ লাখ ৭৮ হাজার ৪১৩ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৩৬৭ টাকা।

অন্যদিকে আগের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৫০২ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৫ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৯১৯ টাকা।

 

শেয়ারবাজার নিউজ/এন

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.