আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ নভেম্বর ২০২০, সোমবার |

kidarkar

ভালুকায় বাজাজ থ্রি হুইলারের কারখানা স্থাপন করতে যাচ্ছে রানার অটোমোবাইলস

শেয়ারবাজার রিপোর্টঃ ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ এর তালিকাভুক্ত মোটরসাইকেল উৎপাদন, বিপনণ ও রপ্তানিতে নিযুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড অতি সম্প্রতি বাজাজ অটো লিমিটেড, যার প্রধান কার্যালয় আকুর্দি, পুনে, ভারত, এর সাথে বাংলাদেশ বাজাজ RE 4S থ্রি হুইলার উৎপাদন ও ডিস্ট্রিবিউশনের জন্য এক চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির অধীনে বাজাজ অটোলিমিটেড রানার অটোমোবাইলসকে RE 4S থ্রি হুইলার সংযোজন, উদপাদন এবং যন্ত্রাংশ ও উপাদানগুলোর স্থানীয়করন এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবে। এর মাধ্যমে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক থ্রি হুইলার ব্র্যান্ডের কারখানা তৈরী ও উৎপাদন হতে যাচ্ছে l

এক্ষেত্রে রানার অটোমোবাইলস প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে, যার একটি অংশ আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা থেকে অর্থায়ন করা হবে। নতুন উদপাদন কারখানাটি ভালুকা, ময়মনসিং এ প্রতিষ্ঠিত হবে।

রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, এটি বাংলাদেশে অটোমোবাইল উদপাদন সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে দক্ষতার বিকাশের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। থ্রি হুইলার উৎপাদন ও বিপণনে বাজাজ উদ্যোগটি সরকারের হালকা প্রকৌশল খাতকে অগ্রাধিকার হিসাবে গড়ে তোলার সাথেও সামঞ্জস্যপূর্ণ।

প্রেস বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.