আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার |

kidarkar

দর বৃদ্ধির শীর্ষে রয়েছে যারা

শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১৬৮ বারে ১ লাখ ৬৯ হাজার ২৩১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাকসন স্পিনিং। যার শেয়ার প্রতি দর ৮ দশমিক ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ৪০৬ বারে ১ কোটি ১০ লাখ ৭৩ হাজার ৬৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৪৯ লাখ টাকা।

তৃতীয়স্থানে রয়েছে রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড। যার শেয়ার প্রতি দর বেড়েছে ৮ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৬৫ বারে ৮৩ লাখ ৩৫ হাজার ৭৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৭১ লাখ টাকা।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ওয়ালটনের ৭ দশমিক ৭৯ শতাংশ , ফরচুন ৬ দশমিক ৮৯ শতাংশ, নিউ লাইন ৬ দশমিক ৮৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬ দশমিক ৭৪ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৬ দশমিক ৫০ শতাংশ, জিকিউ বলপেনের ৬ দশমিক ৩৬ শতাংশ ও এনভয় টেক্সটাইলের ৬ দশমিক ১৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.