আবির করোনা পজেটিভ

শেয়ারবাজার ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। রবিবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা তিনি নিজেই শেয়ার করেছেন। টুইটার ও ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন আবীর।
আবীর চট্টোপাধ্যায় লিখেছেন, ‘ফের একবার প্রমাণিত হল জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়। আমি যে প্রযোজনা সংস্থা ও টিমের সঙ্গে কাজ করছিলাম তারা সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছিলেন। আমি এবং আমার টিমও সবকিছু মেনে চলেছি, কিন্তু তারপরেও আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।’
তিনি আরও লিখেছেন, ‘এসব সত্ত্বেও অদ্ভুতভাবে আমি ফিট আছি, সুস্থ আছি। শুধু কোনকিছুর গন্ধ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। আমি নিজেকে আইসোলেশনে রেখেছি। পরিবারের সকলেই শিগগিরই টেস্ট করাবেন। শুধু প্রার্থনা করছি, তারা যেন নিরাপদে থাকে। এই কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদেরকে অনুরোধ করছি যেন তারাও কোভিড টেস্ট করে নেন। এটা তাদের সুরক্ষার কারণেই করা উচিত। সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।’
শেয়ারবাজার নিউজ/মি