আইসিবি এএমসিএল শতবর্ষ ইউনিট ফান্ডের রোড শো অনুষ্ঠিত

শেয়ারবাজার ডেস্কঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন উপলক্ষে সরকারের নির্দেশক্রমে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) এর যৌথ উদ্যোগে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে গঠিত বে-মেয়াদি, বর্ধিষ্ণু (Growth) মিউচ্যুয়াল ফান্ড “আইসিবি এএমসিএল শতবর্ষ ইউনিট ফান্ড” এর রোড শো ০৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বেলা ২:৩০ ঘটিকায় আইসিবি এএমসিএল এর প্রধান কার্যালয়, গ্রীন সিটি এজ্ (৯ম তলা), ৮৯, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়। ফান্ডের প্রাথমিক আকার ২০.০০ (বিশ) কোটি টাকা এবং ইউনিটের অভিহিত মূল্য ১০.০০ (দশ) টাকা। ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড দায়িত্ব পালন করছে।
রোড শো অনুষ্ঠানে আইসিবি ও আইসিবি এএমসিএল এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ কিসমাতুল আহসান প্রধান অতিথি হিসেবে এবং আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও আইসিবি’র মহাব্যবস্থাপকগণ, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
immediately join us on a trusted online site Togel online terbaik
KetaSlot bandar slot gacor depo pulsa tanpa potongan KetaSlot
Pretty! This was an incredibly wonderful article. Many thanks for supplying this information.
Asking questions are genuinely nice thing if you are not understanding something totally, except this
post presents pleasant understanding even.