আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ মার্চ ২০২১, রবিবার |

kidarkar

অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিন আজ

শেয়ারবাজার ডেস্ক: অ্যালবার্ট আইনস্টাইন ১৮৭৯ সালের ১৪ মার্চ জার্মানির উল্‌ম শহরে জন্মগ্রহণ করেন। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব (আধুনিক পদার্থবিজ্ঞানের দু’টি স্তম্ভের একটি) এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র, E = mc2 (যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ হিসেবে খ্যাত) আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার বিশেষ অবদান এবং আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

আইনস্টাইন তার জীবনে শত শত বই এবং গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তিনি তিন শতাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং ১৫০টি অবৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। ২০১৪ সালের ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় এবং সংরক্ষণাগারগুলো ঘোষণা করে, আইনস্টাইনের প্রকাশিত গবেষণাপত্রে ৩০ হাজারেরও বেশি অনন্য নথি রয়েছে।

১৯৫৫ সালের ১৮ এপ্রিল বিশ্বখ্যাত এ বিজ্ঞানীর মৃত্যু হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.