আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

সিরাজগঞ্জে ৪৬ ব্যক্তিকে জরিমানা

জাতীয় ডেস্ক: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন চলছে। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন রাস্তায় কোনো যাত্রীবাহী পরিবহন নেই। তবে দোকানপাট ও ফুটপাতের বেচাকেনা অনেকটাই স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে জেলায় দুরপাল্লার কোন যানবাহন চলতে দেখা যায়নি। শুধু আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মী বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে।

এ ছাড়া কঠোর লকডাউনে বিধিনিষেধ মেনে না চলায় সিরাজগঞ্জে এ পর্যন্ত ৪৬ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।

তিনি জানান, গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট চারটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পরা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে ৩৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪৬ ব্যক্তিকে মোট ২৪ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

 

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.