আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ মে ২০২১, শনিবার |

kidarkar

এই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শেয়ারবাজার ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে চলমান বিধিনিষেধ আরও এক দফা বাড়ছে কি না তা এখনই জানাতে না পারলেও চলমান সপ্তাহকে অধিকতর গুরুত্বপূর্ণ ভাবছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

শনিবার (২২ মে) গণমাধ্যমকর্মীদের সঙ্গে ফোনালাপে প্রতিমন্ত্রী একথা বলেন। তবে চলমান লকডাউন বাড়বে কি না সে বিষয়ে কিছু বলেননি।

তিনি বলেন, ঈদ পরবর্তি এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত কিছু বিবেচনায় নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিবেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষা আছি। বিধিনিষেধ বাড়বে কি না? এরকম কিছুই বলা যাবে না। আমরা কিছুই বলতে পারছি না। বিষয়গুলো পর্যালোচনা চলছে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। এখন সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে।

কিছুদিন করোনা সংক্রামণ কম থাকার পর আবার সংক্রামণ বাড়ছে এবিষয়ে কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সবকিছু আমাদের আলোচনা পর্যালোচনায় আছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কি করলে ভালো হবে। আমরা তো আগেই বলেছি ঈদের পরে করোনা বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে সেটা নিয়ে আমরা শঙ্কিত এখনো।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আরও অনেকের সঙ্গে কথা বলবেন। বিশেষজ্ঞদের মতামত আসবে। তবে ঈদের পরবর্তী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেক দিন ধরে বিধিনিষেধ চালিয়ে আসছি। সবকিছু চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

দূরপাল্লার গণ-পরিবহন চালু হবে কি না জানতে চাইলে তিনি বলেন, অনেকগুলো বিষয় আছে, একটু চিন্তা ভাবনা করে বিষয়টা আসবে। গণ-পরিবহনের বিষয় নিয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত আসবে। তবে অবশ্যই বড় রকমের ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে হবে।

২ উত্তর “এই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.