আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ জুন ২০২১, বুধবার |

kidarkar

দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড

শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯১০ বারে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৩৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৬২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৯৫৫ বারে ৮ লাখ ১০ হাজার ৩০১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৬১ বারে ১৪ লাখ ২৮ হাজার ৯৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনডেক্স এগ্রোর ৯ দশমিক ৯৭ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৯ দশমিক ৯৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, জেনেক্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৯ দশমিক ৯২ শতাংশ, রানার অটোমোবাইলের ৯ দশমিক ৮৪ শতাংশ ও এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ার দর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.