আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ জুলাই ২০২১, সোমবার |

kidarkar

সূচক কমলেও লোকসানি কোম্পানিতে চমক

শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহিক বন্ধ শেষে লেনদেন চালুর প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪ পয়েন্টে। দিনশেষে এই সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ২০৮ পয়েন্টে। তবে এ দিনে লেনদেনে চমক দেখিয়েছে লোকসানে থাকা ৯ কোম্পানি।

এদিন শেয়ার দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে যে ১৯টি কোম্পানি তার মধ্যে লোকসানে রয়েছে চমক দেখানো ৯ কোম্পানি। সর্বোচ্চ দর স্পর্শ করা তিনটি কোম্পানির আবার উৎপাদন বন্ধ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত কয়েক দিন ধরেই পুঁজিবাজারে দুর্বল কোম্পানির শেয়ারে অস্বাভাবিক আগ্রহ দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথম কর্মদিবসেও সেটি আবার দেখা গেল।

লোকসানি কোম্পানিগুলোর মধ্যে তুংহাই, অলিম্পিক অ্যাকসেসোরিজ, সিঅ্যান্ডএ টেক্সটাইল, সমতা লেদার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আরএন স্পিনিং, ফ্যামিলি টেক্সটাইল, ফারইস্ট ফিনান্স-এই কোম্পানিগুলোর দাম দিনের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে।

সোমবার দিনভর উঠানামা করে সূচকের অবস্থান আগের দিনের থেকে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে থাকলেও ব্যাংক, বীমা, বস্ত্রের শেয়ারের বিনিয়োগকারীরা স্বস্তিতে ছিলেন না।

তবে বীমা খাতের কোম্পানি সোনালী লাইফের শেয়ারদর মূল্যসীমা না থাকার এদিন পাঁচ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। দিনের শুরুতে ৬০ টাকায় লেনদেন শুরু করলেও ক্লোজিং হয়েছে ৮৬ টাকা ৫০ পয়সায়। এর আগের কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং ছিলো ১৬ টাকা। অর্থাৎ একদিনে কোম্পানিটির দর বেড়েছে ৭০ টাকা ৫০ পয়সা বা  ৪৪০ দশমিক ৬৩ শতাংশ।

অবশ্য ২০২০ সালের জন্য শেয়ার প্রতি এক টাকা লভ্যাংশ আর ২০ পয়সা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণায় সোনালীর প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

বীমা খাতের কোম্পানিগুলোর হাতে গোনা কয়েকটির দর বেড়েছে। বাকিগুলোর কমেছে। একই অবস্থা গেছে ব্যাংকের। তবে ব্যাংক বহির্ভুত আর্থক প্রতিষ্ঠানের দর বেড়েছে।

বস্ত্র খাতে দেখা গেছে মিশ্র প্রবণতা। বিদ্যুৎ-জ্বালানি এবং ওষুধ-রসায়ন খাতের বেশিরভাগ কোম্পানির দর কমেছে।

এদিন ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪৬ পয়েন্টে। ডিএসই-৩০ বেড়েছে ১০ পয়েন্ট। দিন শেষে অবস্থান করছে দুই হাজার ২৫৯ পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৯টি কোম্পারি। কমেছে ১৮৬টির। আর অপরিবর্তীত রয়েছে ২৭টি কোম্পানির দর।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০৭ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯১ কোটি ৯১ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫.৯৮ পয়েন্টে। সিএসইতে আজ ৩০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

১ টি মতামত “সূচক কমলেও লোকসানি কোম্পানিতে চমক”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.