আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

৩০ মিনিটেই শেষ মেসির ৩০ নম্বর জার্সি !

স্পোর্টস ডেস্ক: হাতি নাকি মরলেও লাখ টাকা। মেসি তেমনই একজন, যার দাম কমার কারণ তো নেই বরং বেড়েই চলছে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়ালেও মেসিকে নিয়ে সমর্থকদের পাগলামি একটুও কমেনি।

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পাড়ি জমিয়েছে প্যারিসে। সাবেক সতীর্থ নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন এই কিংবদন্তি। আগামী দুই বছরের জন্য চুক্তিসই করেছেন প্যারিসের ক্লাবটির সঙ্গে।

গত ২১ বছর ধরে বার্সায় মেসি খেলেছেন ১০ নম্বর জার্সি পরে। এমনকি আর্জেন্টিনা জাতীয় দলেও তার জার্সি ১০। কিন্তু নতুন ক্লাবে পেয়েছেন ৩০ নম্বর জার্সি।

মেসির সঙ্গে চুক্তি করেই পিএসজি ৩০ নম্বর জার্সিটি তাদের ওয়েবসাইটে তোলে বিক্রির জন্য। এরপর মুহূর্তেই শেষ হয়ে যায় সব জার্সি। এমনকি অনেকে দ্বিগুণ মূল্য দিয়েও কিনতে চান প্রিয় খেলোয়াড়ের জার্সিটি। ১৫৭.৯৯ ইউরোতে মূল্য নির্ধারণ হওয়া প্রতিটি জার্সি বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৭২০ টাকা।

এমনিতে পিএসজির খেলোয়াড়দের জার্সি মূল্য ১০৭.৯৯ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৭৪৫ টাকা। তাছাড়া নেইমার, কিলিয়ান এমবাপে, সার্জিও রামোসদের জার্সির মূল্যও ১০৭.৯৯ ইউরোতে বিক্রি হচ্ছে। যদিও দলটির গোলরক্ষকদের জার্সি মূল্য ১১৭.৯৯ ইউরো বা ১১ হাজার ৭৪০ টাকা।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.