আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

ডিএসই’র সঙ্গে এনটিভি’র এমডিএস ডেটা সেবা চুক্তি স্বাক্ষর

শেয়ারবাজার ডেস্ক: বিশ্বের উন্নত এক্সচেঞ্জগুলোর মতো ঢাকা স্টক এক্সচেঞ্জও (ডিএসই) তথ্যভিত্তিক সেবার পোর্টফোলিও সমৃদ্ধ করেছে। বর্তমানে ডিএসই রিয়েল টাইম ট্রেডিং ডেটা, এমডিএস (বিলম্বিত ট্রেডিং ডেটা) ও ইওডি ট্রেডিং ডেটা (বাজার পরিসংখ্যান) এই তিন ধরনের সেবা প্রদান করছে। তথ্য সেবাসমূহ দেশি ও বিদেশি গ্রাহকসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া, ব্যাংক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ, ইন্স্যুরেন্স, গবেষণা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ সরবরাহ করে থাকে৷

এরই ধারাবাহিকতায় এনটিভি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) এমডিএস ডেটা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ এবং পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আরও দ্রুততম সময়ে সরবরাহ করনের লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

কৃহস্পতিবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়।

ডিএসই’র পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং এনটিভি’র পক্ষে হেড অব এইচআর এন্ড এডমিন ইঞ্জিনিয়ার সুলতানা আরজুমান্দ বানু।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুঁইয়া এবং এনটিভির হেড অব নিউজ মুহাম্মদ জহিরুল আলম আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এই চুক্তির আওতায় ডিএসই এনটিভিকে এমডিএস ডেটা সরবরাহ করবে৷

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডিএসইর সাথে এনটিভি দীঘদিন যাবত জড়িত আছেন৷ পুঁজিবাজারের স্বার্থে এনটিভি বিভিন্ন ধরণের অনুষ্ঠানের মাধ্যমে বিনিয়োগকারীদের সবসময় সহযোগীতা করে আসছে৷ ডিএসইও সবধরণের গণমাধ্যমকে সহযোগীতার জন্য প্রস্তুত৷ ডিএসই বিশ্বাস করে নির্ভুল তথ্য ও ডেটা এনালিটিক্স এর মাধ্যমেই বিনিয়োগকারীরা সঠিকভাবে বিনিয়োগ করতে পারে৷

তিনি বলেন, বিনিয়োগকারীগণ শেয়ার প্রাইসের মুভমেন্ট মার্কেট প্রাইসের মাধ্যমে বুঝতে পারে। আমরা কাস্টমারদের ডেটা দিচ্ছি, আর তা থেকে তারা পাবে ইনফরমেশন। ডাটা থেকে হয় এনালিটিক্স। এতে বিনিয়োগকারীগণ অবশ্যই উপকৃত হবে। ভবিষ্যতে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে। আমাদের কাছ থেকে যারা ডেটা নিবে তাদেরকে আমরা কিছু এনালিটিক্স দিব। তখন কাস্টমাররা এই এনালাইটিক্স থেকে তারা ইনফর্ম ডিসিশন নিতে পারবে যে কখন কিভাবে কোথায় ইনভেস্ট করতে হবে। এ লেভেলে পৌছানোর জন্য আমাদের যা করণীয় আমরা তা করবো৷

এনটিভির হেড অব নিউজ মুহাম্মদ জহিরুল আলম বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য পুঁজিবাজার যাতে গঠনমূলকভাবে এগিয়ে যেতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, সেজন্য আমরা মিডিয়া হিসেবে সবসময় সাপোর্ট করি এবং পাশে থাকি। তারই ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে এনটিভির একটি অংশীদারীত্বমূলক চুক্তি রয়েছে, সেটা চলমান করার জন্য নবায়ন করা হলো। এছাড়াও আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এবং রিয়েল টাইম ডেটা আমরা আমাদের স্ক্রলে প্রচার করে থাকি। আমরা ডেটা প্রচার করি যাতে আমাদের কোটি কোটি দর্শক ডেটা এনালিস্ট করে একটা ইনফর্মড ডিসিশন নিতে পারে।

তিনি বলেন, এক্ষেত্রে আমরা ডিএসই’র সাথে একযোগে কাজ করছি। এটা দর্শকদের এবং আমাদের দেশের মানুষের সুচিন্তিত বিনিয়োগের জন্য সহায়ক হবে।

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ; ডিএসইর হেড অব পিআর এন্ড পাবলিকেশন্স ও উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান, প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার কামরুন নাহার, এক্সিকিউটিভ মুহাম্মদ সুহাইলুর রহমান, এনটিভির ম্যানেজার এইচআর এস. এম. সোহেলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.