বিমায় ও প্রযুক্তি খাতে বিনা মেঘে বজ্রপাত!

শেয়ারবাজার ডেস্ক: আগেরদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৮০ শতাংশ কোম্পানির শেয়ার দরে পতন ছিল। আজ বাজার ঘুরে যাওয়াতে সেই অবস্থার পরিববর্তন হয়েছে। আজ ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেও দুই খাতের শেয়ারে ভরাডুবি হয়েছে। খাত দুটি হলো-বিমা ও তথ্য প্রযুক্তি খাত।স্টক বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বিমা খাতের ৫১টি কোম্পানির মধ্যে দর কমেছে ৪১টির বা ৮০.৩৯ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৯টির বা ১৭.৬৪ শতাংশ কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১টির দর বা ১.৯৬ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে নর্দার্ন ইন্সুরেন্সের ৩.২০ শতাংশ, গ্রিনডেল্টা ইন্সুরেন্সের ৩.১৪ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ২.৮৯ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ২.৮৩ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ২.৬৬ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ২.৬১ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ২.৫২ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ২.৪৯ শতাংশ।
অন্যদিকে, তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৭টির বা ৬৩.৬৪ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৪টির বা ৩৬.৩৬ শতাংশ কোমম্পানি। যদিও দর কমা কোম্পানিগুলোর শেয়ার দর কমেছে সামান্যেই। খাতটিতে দর কমার কোম্পানিগুলোর মধ্যে ছিল- ইনফরমেশন সার্ভিস, আমরা টেকনোলজি, জেনেক্স ইনফোসিস, ড্যাফোডিল কম্পিউটার ও ইনটেক লিমিটেড।
Beximcor vhoot mara na gele aamranetowrk jinda hower shujog nai. ki likhbo jeta kiny setay dhora. ringshin e boro dhora ajke aber jey lathi marlo, janina betha koto din tahke!
Publiker biniog BSEC r surokka r daitto but sekhane gemling o lukochuri khela.biniog kore laver jonno loser jonno noy…sekhane puji nie tana tani tahole in feutur e public mukh firie nibe.