লেনদেনের শীর্ষে বেক্সিমকো

শেয়ারবাজার ডেস্ক: বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড(বেক্সিমকো)। কোম্পানিটির ১৫৩ কোটি ৭৫ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লঙ্কাবাংলা ফাইনান্স শেয়ার লেনদেন হয়েছে ৮৪ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার টাকার।
৫৬ কোটি ২৯ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ার ।
লেনদেনের তালিকায় থাকা কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, জেনেক্স ইনফোসিস, লাফার্জ হোলসিম, আলিফ, স্কয়ার ফার্মা এবং আইডিএলসি।