লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা । কোম্পানিটির ১১৭ কোটি ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিমের শেয়ার লেনদেন হয়েছে ১১১ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকার।
তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। এই কোম্পানি লেনদেন করেছে ১০৯ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ার, বেক্সিমকো ফার্মা, জিপিএইচ ইস্পাত, অ্যাক্টিভ ফাইন, বিবিএস কেবলস এবং ম্যাকসন স্পিনিং।