আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার |

kidarkar

সূচক বাড়লেও দর হারিয়েছে বেশিরভাগ কোম্পানি

শেয়ারবাজার ডেস্ক: বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫ পয়েন্ট। কিন্তু ১১৫টি শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে কমেছে ২২৩টি শেয়ারের দর। ফলে সূচক বৃদ্ধির পরও স্বস্তি নেই সাধারণ বিনিয়োগকারীদের।

তবে টাকার অংকে লেনদেন বাড়ায় ইতিবাচক মন্তব্যও করছেন কেউ কেউ।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৮৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, দর কমেছে ২২৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

ডিএসইতে ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩৩ কোটি ৭২ লাখ টাকার বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার।

অপরদিকে,  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৩২৩ পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া ৩১৩ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৬৮টির ও ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৮ লাখ লাখ টাকার।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.