আজ: মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ইং, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ অক্টোবর ২০২১, সোমবার |


kidarkar

গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সাব্বির নাসির


শেয়ারবাজার ডেস্ক: ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’ বিশ্বের সংগীত বিষয়ক বড় এক আসর। গত ৩২ বছর ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়ে আসছে সংগীতের এই আসরটি। চলতি বছর প্রতিযোগিতা করে বাংলাদেশের গায়ক সাব্বির নাসির তাঁর ‘আধা’ গানের জন্য জিতেছেন “গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০২১” শীর্ষক পুরস্কার।

পুরুষ গায়ক ক্যাটাগরিতে তাঁর গাওয়া আধা গান ও গানের ভিডিও ব্রোঞ্জ পুরস্কার জিতেছে। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল গানটির ভিডিও নির্মাণ করেন।

গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ডট কমের অফিসয়াল সাইটে ঢুকতেই অন্যান্য বিজয়ীদের তালিকার সংগীত তারকাদের পাশাপাশি শোভা পাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গায়ক সাব্বির নাসিরের নাম। ইতোমধ্যে তিনি অনলাইনে পুরস্কারের অফিসিয়াল সার্টিফিকেট হাতে পেয়েছেন।

এই সাফল্যের ব্যাপারে সাব্বির নাসির বলেন, ‘আমার ইউটিউব চ্যানেলে গত ১০ মাসের মধ্যেই ৫০ হাজার সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। এর পরদিনই জানলাম এই খবরটি। খুব ভালো লাগছে। এ স্বীকৃতি গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার।’

প্রসঙ্গত, গায়ক সাব্বির নাসির গত ঈদে তাঁর নতুন গান ‘আধা’ প্রকাশ করেন। গানটির কথা ও সুর করেন ওমর ফারুক বিশাল। সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। মাসুদ হাজান উজ্জলের পরিচালনায় গানের মিউজিক ভিডিওতে নীল হুরের জাহান সাব্বির নাসিরের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.