কোনো অর্থ না দিয়েই নগদের ৫১ শতাংশ মালিকানা পাচ্ছে ডাক অধিদপ্তর

শেয়ারবাজার রিপোর্ট: আলোচিত মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ৫১ শতাংশ শেয়ারের মালিকানা পাচ্ছে সরকারি প্রতিষ্ঠান ডাক অধিদপ্তর। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই মালিকানা নিতে কোনো অর্থ দেবে না ডাক অধিদপ্তর। বাকি ৪৯ শতাংশ শেয়ার থাকবে নগদ লিমিটেডের হাতে।
গতকাল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ সংক্রান্ত একটি সভা করেছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সভা সূত্রে জানা গেছে, সভায় ডাক অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির মালিকানা নিতে তারা অর্থ দেবে না। নগদ এত দিন ডাক অধিদপ্তরের যে ব্র্যান্ড ব্যবহার করেছে, তার দাম প্রতিষ্ঠানটির ৫১ শতাংশের সমপরিমাণ বলে গণ্য হবে।
এছাড়া নগদের যে ব্যাংকঋণ রয়েছে ও বন্ড ছেড়ে টাকা তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, তার কোনো দায়ও ডাক অধিদপ্তর নেবে না।
নগদের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শেয়ারবাজারনিউজকে বলেন, এতোদিন নগদের মালিকানায় ছিলো থার্ড ওয়েভ টেকনোলজিস। এই নাম পরিবর্তন করে নগদ লিমিটেড করা হয়েছে।
গতকালের সভায় নগদ পরিচালনায় নতুন করে ‘নগদ বাংলাদেশ পিএলসি’ নামে পৃথক কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়। নতুন প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ৯ জন সদস্যেরে একটি বোর্ড থাকবে। এর মধ্যে চেয়ারম্যানসহ ৫ জন হবেন সরকারের প্রতিনিধি, বাকি ৪ জন থাকবে বেসরকারি খাতের।