জেনিথ ইসলামী লাইফের গ্রাহকের মৃত্যু দাবির চেক প্রদান

শেয়ারবাজার রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাড্ডা মডেল সার্ভিস সেন্টারের গ্রাহক মরহুমা হাসিনার মৃত্যু দাবির এক লাখ বিশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) মরহুমার স্বামী ইউনুস বেপারীর হাতে এ চেক তুলে দেন প্রধান অতিথি কোম্পানির সিইও এস এম নুরুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোঃ জাহাঙ্গীর আলম জি এম (উন্নয়ন)।
আরও উপস্থিত ছিলেন, মোঃ আবু জাফর, ডি জি এম (উন্নয়ন), মোঃ বনি আমিন হাওলাদার, ডি জি এম (উন্নয়ন), মোঃ নাসির উদ্দীন মাহমুদ ডি জি এম (উন্নয়ন)।
সিনিয়র জি এম মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাঠ পর্যায়ের শতাধিক কর্মী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদেরকে সততা ও আন্তরিকতার সাথে কাজ কাজ করে স্ব স্ব লক্ষ্যমাত্রা অর্জনে তাগিদ প্রদান করের।
এছাড়া কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র ডি জি এম মোঃ সাইফুল ইসলাম।
Ami korte cai