আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আবদুলরাজাক গুরনাহ

আন্তর্জাতিক ডেস্ক: সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার লেখক আবদুলরাজাক গুরনাহ। উপনিবেশবাদের প্রভাব তার রচনায় উঠে এসেছে আপোষহীন উপলব্দিতে, এমনটাই বলা হয়েছে এই লেখককে দেওয়া নোবেলের ঘোষণায়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) নোবেল কমিটি আবদুলরাজাক গুরনাহকে এ বিরল সম্মানে ভূষিত করে।

উপসাগরীয় অঞ্চলের উদ্বাস্তুদের ভাগ্যদশা নিয়ে তার খুরদার লেখনি রয়েছে।

তানজানিয়ার জানজিবাজারে ১৯৪৮ সালে জন্ম গুরনাহর। সাহিত্যের এই সর্বোচ্চ সম্মানের পুরস্কার গত প্রায় দুই দশক পর এই প্রথম কোন আফ্রিকানের হাতে গেলো। আর আফ্রিকায় তিনি পঞ্চমজন নোবেল জয় করলেন। এর আগে ১৯৮৬ সালে নাইজেরিয়ার ওলে সোইঙ্কা, ১৯৮৮ সালে মিশরের নাগিব মাহফুজ, ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকার নাদিন গর্ডিনার ও ২০০৩ সালে জন ম্যাক্সেল কোয়েতজি সাহিত্যে নোবেল জয় করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.