আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

বড় উত্থানে শেয়ারবাজার: সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

শেয়ারবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দেশের শেয়ারবাজারে বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে লেনদেন ও অংশগ্রহণ করা বেশিরভাগ শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

জানা গেছে, ডিএসইতে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৯.১৯ পয়েন্ট বা ১.৩০ শতাংশ বেড়ে ৬৯৩৬.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। যে সূচকটি আগের দিন বেড়েছিল ১৪৪ পয়েন্ট।

আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.১৪ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৬.০৮ পয়েন্ট বা ১.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৮.৯১ পয়েন্টে এবং দুই হাজার ৬৩৫.৯৩ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ২৪৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪২ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার।

ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৮টির বা ৫৫.৬১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১১৮টির বা ৩১.৫৫ শতাংশের এবং ৪৮টি বা ১২.৮৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮০.৭৮ পয়েন্ট বা ১.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৭৯.০৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। আজ সিএসইতে ৬২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

২ উত্তর “বড় উত্থানে শেয়ারবাজার: সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে”

  • Anonymous says:

    শেয়ার বাজার ভবিষ্যতে আরো অনেক ভালো হবে বর্তমান চেয়ারম্যান মহদোয় এর অনেক চেষ্টা করে সাধারণ বিনিয়োগকারীদের মনোবল চাঙ্গা করতে সক্ষম হয়েছে বিএসইসি বর্তমান চেয়ারম্যান মহদোয় এর সাথে সরকার প্রধান এর বৈঠক শেষে সাধারণ বিনিয়োগকারীদের এই বার্তা এসেছে এই শেয়ার বাজার নিয়ে কারসাজি করে কোন লাভ হবে না।সব‌ শেষে চেয়ারম্যান মহোদয় আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহর রহমতে আপনাকে ভালো কাজ করার সুযোগ তৈরি করে দিন। লাখ লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে না । এইটা আপনার নিকট আশায় থাকবো।

  • এ,টি,এম আবদুল হাই খান says:

    শেয়ারবাজার ভালো হবে কি ভাবে।?
    ১)আমরাতো ভালো না। আমাদের মন মানসিকতার আশানুরূপ উচ্চতায় পৌঁছাতে পারে নাই।
    কিছু ভালো কোম্পানি আছে। ভালো মুনাফাও
    করছে কিন্তু শেয়ার হোল্ডারদেরকে ভালো মুনাফা
    দিতে চায় না। যেমন ধরুন এসএস স্টিল, ৩ কোয়াটারে
    মুনাফা ২.১৩ টাকা, আশা ছিল যেহেতু বর্তমান
    বাজারে স্টিলের অনেক দাম ও চাহিদা। তাই ৪ কোয়ার্টারে ভালো মুনাফা অর্জনের পর শেয়ারহোল্ডার
    দেরকে ভালো কিছু দিবে। কিন্তু ভালো দিয়েছে ২%
    নগদ ও ৮% বোনাস যা মোটেও আশানুরূপ নয় এই
    স্টিল কোম্পানির জন্য কাছে শেয়ারহোল্ডারদের
    আরো অনেক বেশি বেশি আশা ছিল। হয়তোবা
    হতে পারতো ২০% নগদ।৷ কোম্পানির পান্ডামেন্টাল
    তথ্য অনুযায়ী শেয়ারের দাম। এরকম অনেক কোম্পানি আছে।
    (২) প্যারাগন লেদার এন্ড ফুটওয়্যার লিমিটেড
    এর কিছু শেয়ার কিনে ছিলাম কিন্তু নিজের নামে
    ট্রান্সফার করার জন্যে তাদের ঠিকানা পাই নাই।
    ডিএসইতে যোগাযোগ করলে তাঁরা জানায়—
    কোম্পানি ঠিকানা জানায় নাই। কেউ জানালে
    উপকৃত হতাম।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.