তথ্য গোপন রোধে ৪৩ নিরীক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি
এ জেড ভূঁইয়া আনাস: অনেক নিরীক্ষা প্রতিষ্ঠান ভুল তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করে। এদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এ ধরণের ৪৩টি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে প্রতিষ্ঠানগুলোকে এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানে নিরীক্ষা করতে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের সঙ্গে ওই প্রতিষ্ঠানের কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) এ সংরক্ষিত তথ্যের মিল আছে কিনা তা যাচাই করতে হবে। এরপর নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষা করতে গেলে প্রতিষ্ঠানগুলো সঠিক তথ্য গোপন করে। ফলে, প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র উঠে আসে না। যে কারণে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার সময় ওই প্রতিষ্ঠানের দেওয়া তথ্যকে কোর ব্যাংকিং সিস্টেম ও সিস্টেম জেনারেটেড ট্রায়াল ব্যালেন্সের সাথে মিলিয়ে দেখতে নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।
চিঠি পাঠানো নিরীক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কে. এম. হাসান এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, এ. ওয়াহাব এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, হুসাইন ফরহাদ এন্ড কোং-চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস্, নুরুল ফারুক হাসান এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, জোহা জামান কবির রশীদ এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, মাহফেল হক এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, রহমান রহমান হক এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, একনাবিন-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আহমেদ জাকের এন্ড কোং-চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, এম. জে. আবেদিন এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, হুদা ভাসী চৌধুরী এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, মালেক সিদ্দিকী ওয়ালী এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কাজী জহির খান এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, এম, এম, রহমান এন্ড কোং-চাটর্ডি অ্যাকাউন্ট্যান্টস্, ইসলাম আফতাব কামরুল এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্, হাওলাদার ইউনুস এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, জি. কিবরিয়া এন্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্।