প্রান্তিকে ব্যাংকিং পৌঁছাতে সরকারি ব্যাংকগুলোর অবদান বেশি : আতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রান্তিক অঞ্চলে সবচেয়ে বেশি কাজ করছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। বেসরকারি ব্যাংকগুলোর অবদান থাকলেও তাদের প্রচারণা বেশি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংকের সুবর্ণজয়ন্তী ও বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হয়ে তিনি এসব কথা বলেন।
সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, বেসরকারি খাতের ব্যাংকগুলোর দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তবে তাদের যে পরিমাণে প্রচারণা দেখা যায় সরকারি ব্যাংকগুলোতে তা দেখা যায় না। যদিও সরকারি ব্যাংকগুলোর অবদান অনেক বেশি। তাদের কাজগুলোর প্রচারণা বাড়লে কাজের গতি আরও বাড়বে।
তিনি বলেন, প্রান্তিকে ব্যাংকিং পৌঁছাতে সরকারি ব্যাংকগুলোর সবচেয়ে বেশি কাজ করছে। বর্তমানে বেসরকারি খাতের ব্যাংকগুলো কাজ করলেও মনে রাখতে হবে দেশে বেসরকারি ব্যাংক এসেছে ১৯৮২ সালে।
সোনালী ব্যাংকের এমডি ও সিইও আতাউর রহমান প্রধান বলেন, কোভিড কালীন প্যাকেজ গুলো আমরা সবার আগে পরিশোধ করেছি। আমরা সরকারের নির্দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করছি। এছাড়া সোনালী ব্যাংক আইটির দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। গ্রাহক এখন সোনালী ব্যাংক থেকে অনেক ধরনের অনলাইন সুবিধা পাচ্ছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ড. সালেহউদ্দিন আহমেদ ও ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর।