পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাজ্য

শেয়ারবাজার রিপোর্ট:বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। এছাড়া, বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে দেশটি।
সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে এ আগ্রহ দেখায় যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিদল।
বৈঠকে যুক্তরাজ্য সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত ও সংসদ সদস্য রুশনারা আলী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনসহ হাইকমিশনের অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিএসইসির পক্ষে এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার আব্দুল হালিম, কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে যুক্তরাজ্যের সরকার ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য তারা সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়া, দেশের মিউনিসিপাল বন্ডে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। পাশাপাশি তারা বিভিন্ন সরকাররি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।’
তিনি আরও বলেন, ‘বৈঠকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জন্য স্ট্র্যাটেজিক পার্টনার খোঁজা, বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ সৃষ্টি করা এবং ফিনটেক প্রোডাক্ট মার্কেটে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে।’
পুঁজিবাজারের জন্য অনেক বড় একটা সুখবর। ভবিষ্যতে আমাদের পুঁজি বাজার অনেক বড় হবে। বিশ্বমানের একটা পুঁজি বাজার আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাব। যুক্তরাজ্যের সহযোগিতা সেটার ই্্গিত বহন করে।
Thanks bsec
এটা যদি সত্যিই বাস্তবে রূপ নেয় খুবই ভাল, দীর্ঘ দিন ধরেই বিনিয়োগ কারীরা একটা অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।
খুব ভাল খভর