আজ: শনিবার, ০১ এপ্রিল ২০২৩ইং, ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৪ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ মার্চ ২০২২, মঙ্গলবার |


kidarkar

২৮ ও ৪২ তম বিসিএস নন- ক্যাডার নিয়োগের ফল প্রকাশ


শেয়ারবাজার ডেস্ক:৩৮তম বিসিএস থেকে ৩৪৪ জনকে নন-ক্যাডারে এবং ৪২তম বিশেষ বিসিএস থেকে ৫৩৯ জন চিকিৎসকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২৮ মার্চ) এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পিএসসি জানিয়েছে।

পিএসসি জানায়, ৪২তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নবম গ্রেডে ও ৩৮তম বিসিএস থেকে ১০ গ্রেডে ৩২০ ও ১১ নম্বর গ্রেডে ২৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এ উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এম প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০ এবং সংশোধনী-২০১৪ অনুযায়ী নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের এমবিবিএস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ করা হলো।


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.