আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ মে ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ৫৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: লিন্ডে বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) ভার্চুয়্যাল ডিজিটাল প্ল্যাটফর্ম-এ অনুষ্ঠিত কোম্পানির ৪৯তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়।

লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালক রূপালী এইচ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের বার্ষিক হিসাব অনুমোদন করেন।

এ সময় কোম্পানির সংঘবিধি ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী তানজিব-উল আলম ও কোম্পানির সংঘবিধি ৮১ অনুচ্ছেদ অনুযায়ী মলয় ব্যানার্জীকে পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত করা হয়। আর বিএসইসির প্রজ্ঞাপন অনুযায়ী, কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে আরও ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে রূপালী এইচ চৌধুরীকে।

এসময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সুজিত কুমার পাই, সচিব আবু মোহাম্মদ নিছার ও পরিচালক পাভান মাইসুরি ভিজেইকুমার।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.