বন্যার্তদের সহায়তায় আরও এক হাজার টন চাল, দুই কোটি টাকা
শেয়ারবাজার ডেস্ক:বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য আরও এক হাজার মেট্রিক টন চাল, নগদ দুই কোটি টাকা এবং ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৫ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার জন্য ৫০০ করে এক হাজার টন চাল, এক কোটি করে নগদ দুই কোটি টাকা এবং ২০০ বান্ডিল করে মোট ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়াও প্রতি বান্ডিল ঢেউটিনের সঙ্গে আবশ্যিকভাবে ক্রসড চেকের মাধ্যমে নগদ দিতে তিন হাজার টাকা করে মোট এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।