শেয়ারবাজার রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তিন সহযোগী প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, যেসব কোম্পানিকে অধিগ্রহণ করা হচ্ছে সেগুলো হলো- ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড।
হাইকোর্টের অনুমোদন এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমতি ও শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে অধিগ্রহণের সিদ্ধান্ত কার্যকর করবে ইউনাইটেড পাওয়ার।