কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে মহাসড়কের কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ সময় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।