মার্কেন্টাইল ব্যাংকের সিলেট অঞ্চলের ‘ব্যবসায় পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর সিলেট অঞ্চলের ব্যবসায় পর্যালোচনা সভা গত ২৬ নভেম্বর শনিবার সিলেটের রোজ ভিউ হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম চৌধুরী, সিলেট রিজিওনে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, ঋণের মানোন্নয়ন, এসএমই খাত ও কৃষি খাতে ঋণ সম্প্রসারণ ও আধুুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবা নিশ্চিত করতে শাখা প্রধানদের নির্দেশ দেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান শাখা প্রধানদের নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহবান জানান।
ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি অনুষ্ঠানে বক্তব্য দেন। মার্কেন্টাইল ব্যাংকের সিলেট অঞ্চলের ৭টি শাখার প্রধানগণ সভায় অংশ নেন।