‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২’ পেলো ইউসিবি
নিজস্ব প্রতিবেদক: ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২’এ “মাস্টারকার্ড কন্টাক্টলেস (অ্যাক্যুয়ারিং)” বিভাগে বিশেষ কৃতিত্বের জন্য সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) পুরস্কার অর্জন করেছে।
ইউসিবির পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ. টি. এম. তাহমিদুজ্জামান, এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন পুরস্কারটি গ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুন্সী, এমপি । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খুরশীদ আলম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক; ভিকাশ ভার্মা, চিফ অপারেটিং অফিসার, দক্ষিণ এশিয়া, মাস্টারকার্ড এবং সৈয়দ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড সহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।