আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ ডিসেম্বর ২০২২, বুধবার |

kidarkar

শিল্পখাতের প্রবৃদ্ধি বাড়াতে পুনঃ অর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : দেশের রপ্তানি ও উৎপাদনমুখী শিল্পখাতের প্রবৃদ্ধি বাড়াতে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রিন ট্রান্সফর্মেশন ফান্ডের (জিটিএফ) আওতায় এ খাতের প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব মূলধনী যন্ত্রাদি ও যন্ত্রাংশের আমদানি সহজ করতে পুনঃ অর্থায়ন সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, প্রকল্পের ধরন অনুযায়ী পুনঃ অর্থায়ন সুবিধার মেয়াদকাল হবে ৫ থেকে ১০ বছর। পুনঃ অর্থায়ন সুবিধা পেতে আগ্রহী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালকের সাথে একটি অংশগ্রহণ চুক্তি সম্পাদন করতে হবে।

এতে আরও বলা হয়, সুবিধাপ্রাপ্ত ব্যাংকগুলো ১ শতাংশ হারে বাংলাদেশ ব্যাংককে সুদ দিতে হবে। অপরদিকে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ।

ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ এক বছর।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৮ সালে সংশোধিত) এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সার্কুলার জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.