আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার |

kidarkar

স্বনির্ভর বাংলাদেশ গঠনে বাংলাদেশ ফাইন্যান্সের সিএসআর কার্যক্রম

 সমৃদ্ধিরবাংলাদেশ গঠনে অগ্রযাত্রার অংশ হিসেবে,হত দরিদ্রদের মাঝে গবাদী পশু অটোভ্যানবিতরণ করেছে বাংলাদেশ ফাইন্যান্স।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে মাগুরারপ্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্রদের স্বাবলম্বী করতেএসব বিতরণ করা হয়।

আর্থসামাজিক উন্নয়ন এবং স্বনির্ভরবাংলাদেশ গঠনে সামাজিক দায়বদ্ধতার অংশহিসেবে গবাদী পশু অটোভ্যান বিতরণকরেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনাপরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃকায়সার হামিদ। তিনি বলেন, ‘‘স্বনির্ভরএখনই’’ এই শিরোনামে বাংলাদেশ ফাইন্যান্সস্বনির্ভরতার যাত্রা শুরু করেছে মাগুরা থেকে;যা পরবর্তীতে বাংলাদেশের আনাচেকানাচেছড়িয়ে যাবে। টেকসই উন্নয়নের অর্থনীতিবিনির্মাণের মাধ্যমে সমৃদ্ধি প্রবৃদ্ধির এইযাত্রায় বাংলাদেশ ফাইন্যান্স অবদান রাখতেচায় বলেও জানান তিনি।

বাংলাদেশ ফাইন্যান্স আত্মকর্মসংস্থানসহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেনমাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি.. আব্দুল ফাত্তাহ, কসুন্দি ইউনিয়নপরিষদ চেয়ারম্যান মোল্লাহ আবুল কাশেমপৌরসভা কমিশনার, ইউনিয়ন পরিষদ সদস্য,বাংলাদেশ ফাইন্যান্সের হেড অবসাস্টেইন্যাবল ফাইন্যান্স মোঃ কোহিনুরহোসেন, প্রতিষ্ঠানটির কর্মকর্তারাসহস্থানীয়রা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয়শিক্ষাবিদ আব্দুর রশিদ বিশ্বাস।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.