আজ: বুধবার, ০৮ মে ২০২৪ইং, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

অস্কার মনোনয়ন পেল জ্যাকলিনের ছবির গান

বিনোদন ডেস্ক : সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়ে আদালতের বারান্দায় নিত্য আসা-যাওয়া তার। বারবার বিদেশ যাওয়ার আবেদন করেও মেলেনি অনুমতি। চারদিক থেকে যখন একের পর এক দুঃসংবাদ ধেয়ে আসছিল তখনই সুখবর জানালেন জ্যাকলিন। অস্কারে সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে তার অভিনীত ছবি ‘টেল ইট লাইক আ ওম্যান’-এর গান ‘অ্যাপ্লজ’।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আনন্দ ও গর্বের কথা সবার সঙ্গে ভাগ করে নিলেন বলিউড তারকা। ৭ জন পরিচালকের ৭টি ছোট গল্প নিয়ে তৈরি অ্যান্থলজি ‘টেল ইট লাইক আ ওম্যান’। কলাকুশলীদের মধ্যে অন্যতম ‘সার্কাস’ খ্যাত অভিনেত্রী জ্যাকলিন। সেই অ্যান্থলজির গান ‘অ্যাপ্লজ’ জায়গা পেল চলতি বছরের অস্কার মনোনয়নের তালিকায়। ১৩ বারের অস্কার মনোনীত গীতিকার ডায়ান ওয়ারেনের রচিত গানটি গেয়েছেন ‘পার্পল হার্ট’ খ্যাত হলিউড তারকা সোফিয়া কারসন।

সুখবর জানিয়ে জ্যাকলিন তার সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘অস্কারে মনোনীত একটি কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্ব হচ্ছে।’ এত গুণী শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এবারের অস্কারে সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছে ভারতীয় ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। প্রথম তেলেগু ছবি হিসেবে ইতিহাস তৈরি করেছে এস এস রাজামৌলির এই নির্মাণ। ‘অ্যাপ্লজ’-এর অস্কার মনোনয়নে উচ্ছ্বসিত জ্যাকলিন কিন্তু ‘নাটু নাটু’কে শুভেচ্ছাবার্তা জানাতেও ভোলেননি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.