প্রভিশনে ছাড়ের মেয়াদ বাড়লো ২০২৫ সাল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে সঞ্চিতি (প্রভিশনিং) সংক্রান্ত ছাড়ের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুসারে, ২০২৫ সাল পর্যন্ত এই সুবিধা পাবে ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো।
মঙ্গলবার (১৪ মার্চ) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮৫৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় এবং পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে আলোচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্টক ডিলার হিসাবে এবং মার্চেন্ট ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওতে পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংক্রান্ত ঐচ্ছিক সুবিধা পাওয়া যাবে।
মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের মিটিং করা উচিত শেয়ার বাজারের বড় মাথাদের সাথে এছাড়া মনে হয় না মার্কেট ঠিক হবে ইনশাআল্লাহ
এই সরকারের আমলে অনেক কিছুই উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু শেয়ার বাজারের কিছুই হয়নি বরং তলানিতে নিয়ে গেছে শেয়ার বাজার
শেষ ভাল যার,সব ভাল তার। সেল করার পরিণাম।সময় বলে দেবে। সব কিছুর দাম যেহেতু বেড়েছে,সে হিসেবে শেয়ারের দামও বাড়বে। ধৈর্য ধরতে হবে। শিবলীরা কথার বরখেলাপ করে না।
চেয়ারম্যান সাহেব বলেছে এই মাসে অর্থাৎ মার্চ মাসে মার্কেট হলে ভালো হবে এখন মার্চ মাসে শেষের দিকে দেখা যাক!!!!!
সেল প্রেসার বন্ধ কর। তারপর বাজার নিজস্ব গতিতে এগোবে। বাজার যখন শক্তি সংগ্রহ করে তখন সেটা বুঝতে হবে।