আজ: শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ইং, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ মার্চ ২০২৩, শনিবার |

kidarkar

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১১ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ১২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ২৫ লাখ ৭১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর বেড়েছে ৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৭ লাখ ৩৮ হাজার ৬০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক শূন্য ৪ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬ দশমিক ৬৩ শতাংশ, ইউনিলিভার কনজিউমার কেয়ারের ৪ দশমিক ৮৬ শতাংশ, রংপুর ডেইরী এন্ড ফুডের ৩ দশমিক ৮১ শতাংশ, ন্যাশনাল ফুডের ২ দশমিক ১৭ শতাংশ, এআইবিএল বন্ডের ২ দশমিক শূন্য ২ শতাংশ এবং ফাইন ফুডসের ১ দশমিক ২৩ শতাংশের শেয়ার দর বেড়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.