আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ জুন ২০২৩, বুধবার |

kidarkar

পরিবেশ বান্ধব এএসি ব্লক এবং আধুনিক-টেকসই নির্মাণে বাংলাদেশের পথপ্রদর্শক নেক্সটব্লক অটোক্লেভড

নিজস্ব প্রতিবেদক: তিলোত্তমা গ্রুপ ও সাংহাই চাওহ্যাং ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি যৌথ উদ্যোগ ‘দ্যা ইকোফ্রেন্ডলি গ্রিন ব্রিকস লিমিটেড’, নেক্সটব্লক অটোক্লেভ ব্র্যান্ডের নামে এএসি ব্লক উৎপাদন করছে, যার প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর প্রসারণ বাড়ানো।

বিশ্ব পরিবেশ দিবসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এবং বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব এএসি ব্লক উৎপাদনকারী ব্র‍্যান্ড ‘নেক্সটব্লক অটোক্লেভড’ এর মাঝে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ভবন ও নির্মাণ খাতের মান উন্নয়নের জন্য আধুনিক এএসি সম্পর্কিত গবেষণা ও নির্দেশিকার মান আরও বাড়ানো হবে।

সংবাদ সম্মেলন শুরু হয় বাংলাদেশের নেতৃস্থানীয় পরিবেশবান্ধব এএসি ব্লক নির্মাতা (নেক্সটব্লক অটোক্লেভড) এর উৎপাদন প্রণালীর উপর নির্মিত একটি অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে। একই সাথে এই আয়োজনে এইচবিআরআই (হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট) এবং নেক্সটব্লক অটোক্লেভডের মাঝে সহযোগিতামূলক কার্যক্রমের একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে সাক্ষর করেন এইচবিআরআই এর মহাপরিচালক আশরাফুল আলম এবং ‘নেক্সটব্লক অটোক্লেভড’ এর ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার সাজ্জাদ। এই চুক্তির মূল লক্ষ্য হলো জলবায়ু বিষয়ক সমস্যাগুলোর মোকাবেলা করার পাশাপাশি দেশের নির্মাণ শিল্পকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া।

এই সমঝোতা স্মারক আনুসারে, নেক্সটব্লক অটোক্লেভড’ এইচবিআরআই মহাপরিচালক আশরাফুল আলমের কাছে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে। এইচবিআরআই এর গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে এবং পরিবেশবান্ধব এএসি ব্লক- নেক্সটব্লক অটোক্লেভড এর ব্যবহার ও সুবিধা নিয়ে উচ্চতর গবেষণার জন্য এই অর্থ ব্যবহৃত হবে৷

নেক্সটব্লক অটোক্লেভড এর চেয়ারম্যান জোয়ারদার নওশের আলি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান, এইচবিআরআই এর প্রধান গবেষণা কর্মকর্তা নাফিজুর রহমান, প্রধান গবেষণা প্রকৌশলী মোহাম্মদ পারভেজ খাদেম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নেক্সটব্লক অটোক্লেভডের ম্যানেজিং ডিরেক্টর শাহারিয়ার সাজ্জাদ বলেন, “নেক্সটব্লক অটোক্লেভড সবুজ নির্মাণ প্রযুক্তিকে এগিয়ে নেবার জন্য এএসি ব্লক তৈরি করছে এবং এর সম্প্রসারণ ঘটাচ্ছে। এই উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ফলে ভূমিক্ষয় ঘটে না অথবা কোন ক্ষতিকর গ্যাসের নিঃসরণ ঘটে না। টেকসই ভবিষ্যতের জন্য আমাদের অবশ্যই পৃথিবী ও পরিবেশ নিয়ে ভাবতে হবে।”

নেক্সটব্লক অটোক্লেভের সিইও মোহাম্মদ ইমরান বলেন “এএসি অগ্নি নিরোধক এবং ৪.৫ ঘন্টা ১২৫০ ডিগ্রী পর্যন্ত তাপ সহ্য করে নির্মাণ কাঠামোকে রক্ষা করতে সক্ষম। এই ব্লক শব্দ প্রতিরোধক (৩৮ ডেসিবল পর্যন্ত)। ” তিনি আরো বলেন, “ এএসি’র উন্নত থার্মাল এফিসিয়েন্সির জন্য গ্রীষ্মকালে কমপক্ষে ৫ ডিগ্রী বেশি ঠান্ডা থাকে। ”

নেক্সটব্লক (এ এ সি) প্রচলিত ইটের চেয়ে ৪০% হালকা হয়ে থাকে। এই কম ওজনের জন্য এর পরিবহণ ব্যয়, শ্রমিক ব্যয় কমে আসে এবং এটি ভূমিকম্প সহনীয়।

কোন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নেক্সটব্লক ব্যবহার করলে নির্মাণ খরচ ২০% কমানো সম্ভব। একটি ব্লক ৭ টা লাল ইটের সমান। এর ওজন ৭.৫-৯.৫ কেজি বা সাধারণ ইটের ওজনের তুলনায় এক তৃতীয়াংশ৷ নির্মাণ কাজে এএসি উপকরণ ব্যবহারের ফলে যেকোন ফাউন্ডেশন খরচ অনেকাংশে কমে যায়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.