আজ: রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ইং, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ জানুয়ারী ২০২৪, শনিবার |

kidarkar

পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রমিলা ও পুরুষের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরাস্থ দিয়াবাড়িতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ শীর্ষক ‘এইচএম সেলিম রান টেন কে ২০২৪’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাড়ে ৬টায় উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা। পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

হোসাইন মোহাম্মদ সেলিম তার বক্তব্যে বলেন, “তরুণদেরকে জাগাতে হলে তাদের অদম্য প্রাণশক্তিকে জাগাতে হবে। আমরা তরুণদের সেই শক্তিকে জাগাতে কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগে, জেলায়, থানায় সুস্থধারার সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করে চলেছি। আজকে নানাভাবে দিকভ্রষ্ট হতাশাগ্রস্ত যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসতে খেলাধুলার বিকল্প নেই। তাই পিনাকল স্পোর্টস সদা-সর্বদা তরুণদের নিয়ে নানা ধরণের খেলাধুলার আয়োজন করে থাকে। অবশ্য আজকের ম্যারাথনে তরুণদের পাশাপাশি অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকেও অংশ নিতে দেখলাম। তারা বয়সে প্রৌঢ় হলেও হৃদয়ে তরুণ।” বক্তব্যে ম্যারাথন প্রতিযোগিতার ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা।

সকাল সাড়ে ৫টা থেকে প্রবল শীত ও কুয়াশা উপেক্ষা করে প্রতিযোগীরা প্রতিযোগিতার স্টার্টিং পয়েন্ট ১৮নং সেক্টরের ১০নং ব্রিজের নিকটে আসতে শুরু করেন। সাড়ে ৬টা থেকে ওয়ার্ম আপ শুরু হয়। সকাল ৭টায় বেজে ওঠে পুরুষ প্রতিযোগীদের ম্যারাথনের বাঁশি। এর ৩০ মিনিট পর শুরু হয় নারীদের প্রতিযোগিতা। পুরুষ প্রতিযোগিদের মধ্যে ৪৬ মিনিটে ১০ কিলোমিটার দৌড় শেষ করে প্রথম স্থান অধিকার করেন প্রতিযোগী মুক্তাদির আহমেদ, দ্বিতীয় হন সোহেল রানা (৪৭মিনিট) এবং তৃতীয় হন মোহাম্মদ হৃদয় (৪৭.৩০মিনিট)। নারীদের মধ্যে সাড়ে ৭ কিলোমিটার দৌড়ে ৪০মিনিটে প্রথম স্থান অধিকার করেন সুমাইয়া আক্তার, দ্বিতীয় স্থান নাজমুন্নাহার বিথী এবং তৃতীয় স্থান জাহানারা আক্তার। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সকল ফিনিশারকে মেডেল প্রদান করেন আয়োজক কর্তৃপক্ষ। জানা যায়, এই ম্যারাথন প্রতিযোগিতায় ৫৭২ জন পুরুষ ও ৪৪৩ জননারী অংশ গ্রহণ করে। যাদের মধ্যে তিনজন ব্যাতিরেকে সকলে এন্ডিং পয়েন্ট অতিক্রম করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খাদিজা খাতুন, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি, ডা. মাহবুব আলম মাহফুজ, বরিশাল বিভাগীয় সভাপতি আল আমিন সবুজ, সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন, তারুণ্যের সভা সংগঠনের চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ক্রীড়াবিদ তাহের হোসেন মারুফ, ডা. তুহিন মাহমুদ, শাহ নেওয়াজ খান রিপন ও ফরিদ উদ্দিন রব্বানী।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.